উৎপত্তি
টাঙ্গাইল জেলা সদর হতে সখিপুর উপজেলা পূর্বদিকে প্রায় ৩৫ কিঃমিঃ দূরে অবস্থিত। লাল ধূসর মাটির উপরে সবুজ শ্যামল, দু‘চোখ ভরে দেখার মতো, দু হাত ভরে নেবার মতো শান্ত বনভূমি, অবারিত ফসলের মাঠ নিয়ে গঠিত এ অঞ্চল। তার ভেতর লোকালয়। শাল-গজারিসহ নানাবিধ বৃক্ষের ছায়া সুনিবিড় পাখির কলকাকলিতে মুগ্ধ এ সখিপুর যেন সৌন্দর্যের এক অপূর্ব লীলা ভূমি। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় নানাবিধ কারণে সখিপুর বৈচিত্রময়। সখিপুর উপজেলায় ০৮টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা রয়েছে। কালিহাতী উপজেলার ০৩টি ইউনিয়ন যথা কাকড়াজান, বহেড়াতৈল, কালিয়া এবং বাসাইল উপজেলার ০৩ টি ইউনিয় যথা গজারিয়া, যাদবপুর, হাতীবান্ধা নিয়ে ১৯৭৬ খ্রিস্টাব্দে সখিপুর (থানা) উপজেলা গঠিত হয়। পরবর্তীতে যাদবপুর ও গজারিয়া ভেঙ্গে যথাক্রমে কালমেঘা ও দাড়িয়াপুর নামে আরো দুটি ইউনিয়ন গঠন করা হয়।